adf.ly সাইট থেকে আয় করা ইসলামে জায়েয কিনা?

অনেক ব্লগেই এই সাইটে আয় করার ব্যাপারে প্রলুভন দেখিয়ে প্রবন্ধ লিখে থাকে। আমি দেখেছি এ সাইটটিতে অনেক ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে, যা ইউজারের কন্টোলের বাইরে। আর তাতে অনেক সময় ইসলাম সাপোর্ট করে না এমন বিষয়ও প্রচার হয়ে যায়। সুতরাং এখন আমার মনে এ বিষয়ে প্রশ্ন জাগল এবং এ বিষয়ে জ্ঞানীদের থেকে জানার চেষ্টা করছি। দয়া করে জানা থাকলে উত্তর দেবেন।

adf.ly , adfo.us , bit.ly এই সাইট সম্পর্কে জানতে চাই……

১। adf.ly , adfo.us , bit.ly এই সাইট গুল দিয়ে কিভাবে আয় করা যায়?

২। কোন সাইট সবচেয়ে ভাল এবং ভাল পেমেন্ট করে ?

৩। এগুল ছাড়া আর অন্য কোন সাইট থেকে আয় করা যাবে ( বাংলা ব্লগে তো আর অ্যাড পাওয়া যায় না, তাই এসব সাইট সম্পর্কে জানতে চাই ) ?